ময়মনসিংহের তারাকান্দায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৭ আরোহী নিহত হয়েছেন।
রোববার (৩ জানুয়ারি) দুপুর ১ টার পর তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গাছতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
শান্তিবার্তা ডটকম/৩ জানু ২০২০