নতুন করে নতুনভাবে নতুন সমাজ গড়তে
দুই হাজার একুশ আমার সামনে এলো
ন্যায়ের সাথে লড়তে
বিশের দিনে বিষ খেয়েও বেঁচে আছি যখন
একুশ হবে জয়ের মালা
বিজয়বেশী তখন
বিশ আমাকে শিক্ষা দিলো কেমন করে চলবো
দেশের কথা দশের কথা
অহর্নিশি বলবো
একুশদিনে যাই ভুলে যাই বিশে বিষের বেদন
আসুক ফিরে
মানবতার চেতন।
শান্তিবার্তা ডটকম/২ জানু ২০২০ খ্রী./ ওবায়দুল মুন্সী