বিভীষিকাময় ঝড়ো রাত্রিতে
কপাট খুলিয়া দেয়,
শক্ত হাতের বন্ধনে কে বা
আগলে গৃহালয়?
ঝঞ্জাটে মত, বন্দুর পথ
মাড়ায়ে আগ্নেয়গিরি,
স্বামী সন্তান দেবর শাশুড়ী
সব সেবা যেন তারি।
নুন আনতে পান্তা ফুরালেও
থালা বাটি তার জিম্মায়,
স্ত্রীর বেশে পাহারায় থাকে
স্বামীর আয় কি বা দায়।
ভাইয়ের চেয়ে অর্ধেক নেয়
তবু ভালবাসা দেয় দ্বিগুন,
নিহারিকা হয়ে আলোর দ্যুতি
বসন্ত ছড়ায় ফাগুন।
নির্ঘুম রাত শিয়রে কাটায়ে
ভোরে ধোয় এঁটে থালা,
গরম চায়ের হুকুম দিয়ে
স্বামী ছেলে সাজে অবলা।
বেগমের ঘরে চাকরানি তারা
অফিসেতে আছে বস,
বিন্দু বিন্দু সঞ্চয় করে
নেই কোন আফসোস।
যুগ যুগান্তর মরু তেপান্তর
মেনেছে সে অবরোধ,
দেশ জয়ী কোন পুরুষ করেনি
স্ত্রীর দেনা শোধ।
শান্তিবার্তা ডটকম/২৩ ডিসেম্বর ২০২০ খ্রী.