কিছু মানুষ স্বপ্নে হাসে, স্বপ্নে বাঁচে
স্বপ্ন মানেই বেঁচে থাকা তাদের কাছে।
কেউ কেউ স্বপ্ন দেখেই লাফিয়ে পড়ে
নাবিকের স্বপ্ন ভাঙে প্রবল ঝড়ে।
কিছু লোক স্বপ্নটাকেই সত্যি ভাবে
কারো কারো স্বপ্ন মরে নিজ স্বভাবে।
কেউ কেউ স্বপ্নটাকেই সত্যি করে
কারো কারো স্বপ্ন আগে, সত্যি পরে।
তেলাপোকার স্বপ্ন মানেই শস্য দানা
বাঘিনীর থাবা মানেই হরিণ ছানা।
কারো কারো স্বপ্ন মরে অধিক তেজে
কেউ কেউ শিকার খোঁজে সিংহ সেজে।
সত্যিকারের স্বপ্ন দেখা তাদের সাজে
যারা যারা মগ্ন থাকে নিজের কাজে।
দুর্ভাগারা সারা জীবন স্বপ্ন দেখে
কপালীর প্রভাত আসে আলো মেখে।
আমারও স্বপ্ন ছিল আঁকাশ ছোয়া
বারে বারে গুমোট করে মেঘের ছায়া।
শান্তিবার্তা ডটকম/২২ ডিসেম্বর ২০২০/