মাটি বলে একদিন তুই হবে মাটি,
আমার বুকের ওপর
যাচ্ছিস এখন হাঁটি,
একদিন চূর্ণ হবে
তোর সব অহংকার
যেদিন হবে তুই মাটির
ঘরের প্রার্থী।
মাটি বলে তুই যা করছিস কাজ
আমার বুকের ওপর,
একদিন সাক্ষী হবো আমিই তোর।
মাটি বলে তোর আছে আজ
অনেক বল, একদিন হয়ে যাবি
খুবই দূর্বল,
যেদিন হবে তোর জান কবচ।
মাটি বলে,
তোর আছে একটি প্রাণ,
একদিন হয়ে যাবি নিষ্প্রাণ,
সেদিন তুই মাটির ঘরে
আসবে চলি নিশ্চিত,
আর যদি হস খাঁটি,
তবে করবো সম্মান,
আর না হলে তুই
হবি অসম্মান।
দেলোয়ারা/১৭ ডিসেম্বর
শান্তিবার্তা ডটকম/১৭ ডিসেম্বর ২০২০ খ্রী.