আহা, প্রজাপতিটা গত সন্ধ্যায়
এসেছিলো কেবিনে
কার্তিকের ঐ জ্যোৎস্নায়, তাকে
উড়ে যেতে বলেছিলাম, কিন্তু
উড়েছে সে এই স্মৃতিবদ্ধ চারদেওয়ারিতে
কান্তজির মন্দিরে রামায়ণ-মহাভারতের স্মৃতিময় কথকতা যেমন
কেবিনের বিছানায় থাকা স্বপ্নগুলোর দীর্ঘতর রাতের সাক্ষী এই চার-দেয়াল
কালো-ধূসর পাখায় উড়ে দেয়ালের সাথে ফিসফিসিয়ে কথা বলে প্রজাপতি
তিন প্রহর জুড়ে কাঠবাদামের ডালে চলে লক্ষীপেঁচার পাঁচালি
হায়, স্মৃতিপটে জড়িয়ে থাকা
হলুদ সরিষা ক্ষেত
মহুয়ার আমোদে জেগে উঠে
মাদলের বোল
জ্যোৎস্নায় হিম জড়িয়ে প্রহরগুলো
নির্ঘুম পাড়ি দেয় প্রজাপতিটার সাথে
শান্তিবার্তা ডটকম/১২ ডিসেম্বর ২০২০ খ্রী.