পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে স্বাগত জানাতে সুনামগঞ্জ জেলার সর্বস্তরের মানুষের কাছে আহব্বান জানিয়েছেন সাবেক ছাত্রনেতা শাহীন।
তিনি এক বার্তায় বলেন, সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা নিয়ে সুধী সমাবেশে অংশগ্রহন করতে আগামীকাল শনিবার বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি উপস্থিত থাকবেন। এই উপলক্ষে মাননীয় মন্ত্রীকে স্বাগত জানাতে সুনামগঞ্জ জেলার সর্বস্তরের জনগন অধির আগ্রহে অপেক্ষা করছে। মাননীয় মন্ত্রীকে স্বাগত জানাতে দল মত নির্বিশেষে সবাইকে আহব্বান জানিয়েছেন সাবেক ছাত্রনেতা মাহবুবুল হক শাহীন।
উল্লেখ্য, সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা নিয়ে সুধী সমাবেশে অংশগ্রহন করতে ১২ ডিসেম্বর শনিবার বেলা ১২ টায় সুনামগঞ্জে আসছেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি। এই সুধী সমাবেশে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। পরিকল্পনামন্ত্রীর আগমন উপলক্ষে পুরো সুনামগঞ্জ জেলা ও বিশেষ করে উনার নিজ উপজেলা দক্ষিণ সুনামগঞ্জ এবং জগন্নাথপুরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে শতশত তোরণ। এতে সুনামগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত থাকবেন বলে জানা যায়।