জীবন টা গোল আলুর মত-
কেউ গরম জলে সিদ্ধ করে
লবণ মরিচ পিঁয়াজ মিশিয়ে
সরিষার তেল ঢেলে ভর্তা বানায়!
কেউ কুচি কুচি করে
তেলে ভেজে চিপস করে
টক ঝাল সস মিশিয়ে খায়।
কেউ ভাজি করে কাঁচা মরিচ দিয়ে
কেউ বা আগুনে পোড়ে নরম করে
আবার কেউ চপ বানাতে মশলা দিয়ে
লোহার কড়াইয়ে ভাজে।
কেউ বা মেশিনে গুলিয়ে গরম মশলা মিশিয়ে
চিপস করে পেকেটে ভরে!
পঁচন রোধ করতে অনেকে সযতনে রাখে
গুদামের হিম ঘরে!
চাইনিজ বাংলা থাই ইন্ডিয়ান
সব রান্নায় কাজে লাগায়!
জীবনের প্রতিটি ক্ষণ গোল আলুর মত
সবার প্রয়োজন মিটিয়ে নিরবে নিভৃতে
নিজের সবকিছু হারায়।
মাসুদ
০৩/১১/২০২০.
শান্তিবার্তা ডটকম/৩ নভেম্বর ২০২০/