ডেস্ক নিউজঃ
আগামীকাল মঙ্গলবার (৬ অক্টোবর) আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠক হবে। বেলা ১১টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (৫ অক্টোবর) এ তথ্য জানানো হয়।
সভায় আমন্ত্রিত নেতাদের যথাযথভাবে স্বাস্থ্য বিধি মেনে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।
আওয়ামী লীগ সূত্রে জানা যায়, দলকে গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে এ বৈঠকে আলোচনা হবে। বিশেষ করে যে আটটি টিম গঠন করা হয়েছে সেগুলো কীভাবে কাজ করবে তা নিয়ে বিস্তারিত কথা হবে এ বৈঠকে।
শান্তিবার্তা ডটকম/৫ সেপ্টেম্বর ২০২০