পাথর সময়, পাথর মানুষ
নিশ্চল, নিথর
স্মৃতির নুড়িগুলো ধুধু বালুচরে বিষণ্ন একাকী
সময়ের ক্যানভাসে বাতাসের আল্পনা
ধূসর রঙিন
কাল নিরবধি হেঁটে আসা কচ্ছপ গতি
‘দাঁসাই’ এর ঢাকে টোকা মারে
সোনার কাঠি, রূপার কাঠি
স্মৃতির মাদলে গল্প বুনে
‘পিলচু হাড়াম’ আর ‘পিলচু বুড়ি’
আশ্বিন পূর্ণিমার জ্যোৎস্নাগুলো
ঝরে পড়ে পাথর হোয়ে
হিম একাকী আদমসুরত
পাথর মৌনতায়
জ্যোৎস্না কুড়ায়
শান্তিবার্তা ডটকম/ ১ অক্টোবর ২০২০