চোখের ভাষায় আছে যার ছায়া
দিনে দিনে তার প্রতি বাড়ছে কেবলই মায়া
মোহ নয়, স্বার্থ নয়, সে যে কেবলি
ছায়াশরীর হয়ে আছে মোর সাথে !
কথা হয় তার সাথে শব্দবিহীন
অধরা ভালোবাসা তবুও
সুখ অনুভূতির স্পর্শকাতরতায়
জুড়ে আছে সে প্রতিক্ষণ মোর তনু মনে
মন ছোঁয়ে যায় তার স্মৃতির পাতায়
অনুভবে অনুরাগে কতভাবে
যে সে আমাকে সাজায়!
সে যে মোর মনের দরজা
দিয়েছে চিরতরে আবদ্ধ করে
কোন সে মায়াজালের স্বপ্নে বিভোর হয়ে
বিচরণ করছি প্রতিনিয়ত তার স্বপ্নরাজ্যে
এমন মায়াবী মুখখানি তার
এক পলক দেখেই তাকে
যায় যে হৃদয় ভরে!
ডাকছি তোমায় আপন করে পাবো বলে
এক পলকে তুমি কোথায় হারিয়ে গেলে?
আমিও দিয়েছি ডুব আজ
খুঁজো মোরে তব তোমার
স্মৃতির আয়োজনে
নিঃশব্দে আছি যে আমি
তোমার ঐ আঁখির কোণে!
শুনো বড্ড ভালোবাসি আমি তোমায়
তাই তো তুমি রবে নীরবে
ছায়াশরীর হয়ে আমারও প্রতিচ্ছায়ায়!
শান্তিবার্তা ডটকম/২২ সেপ্টেম্বর ২০২০