যেভাবেই হোক তুমি আমার ,
এটুকু নিশ্চয়তা অবশ্যই আছে
আজীবন অপেক্ষার প্ল্যাটফর্মে আমি ঠাঁয় দাঁড়িয়ে থাকতে পারবো তোমার জন্য,
ক্লান্তি আমাকে ছুঁতে পারবে না কখনোই,
আর কেউ না জানুক,
আমি তো জানি তুমি আমার শুধুই আমার…………..
— ফারজানা শারমিন ( ছবি সংগৃহীত )
শান্তিবার্তা ডটকম/১৮ সেপ্টেম্বর ২০২০/ শারমিন