স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জে ২০১৯-২০ অর্থ বছরে বাস্তবায়িত এলজিএসপি-৩ এবং এডিপি ও অন্যান্য উন্নয়ন প্রকল্প সম্পর্কে মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়ে।
বুধবার দুপুর ১২:৩০ ঘটিকায় সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে জেলার সকল ইউনিয়ন পরিষদ সচিবদের সাথে ২০১৯-২০ অর্থ বছরে বাস্তবায়িত এলজিএসপি-৩ এবং এডিপি ও অন্যান্য উন্নয়ন প্রকল্প সম্পর্কে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুুুুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় জেলা প্রশাসক বলেন, সরকারের সকল সেবা দ্রুততার সাথে ও স্বচ্ছতার মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে সর্বাত্মক সচেষ্ট থাকতে হবে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার, সুনামগঞ্জ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম; অতরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জসিম উদ্দীন এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
শান্তিবার্তা ডটকম/২৬ আগস্ট ২০২০