আছাদুর রহমান
বাঘগুলী আজ বিড়াল হয়ে
ঘুরছে লোকালয়ে
তাদের দেখে কেউতো আজ আর
পালায় না তো ভয়ে !
লেজকাটা সব শেয়ালগুলো
দাবড়ে বেড়ায় বন
শকুন মুখো দুষ্টচক্র
আজকে সুধীজন !
কেউ বলে না কোন কথা
নির্বিরোধী সব
যায় না শোনা পাখির গান
শুধুই কা কা রব !
উচুঁ নিচু আজকে সমান
নেই গুনীদের কদর
রাঙ্গা ঘোড়া দাবড়ে বেড়ায়
কান কাটা সব বাদর !
শান্তিবার্তা ডটকম/২১ আগস্ট ২০২০