ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জ ছাতকে রোকসানা বেগম (১৮) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০আগষ্ট) দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের কঠালপুর গ্রামের আবদুল খালিকের কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতের খাবার খেয়ে রোকসানাসহ পরিবারের সকল সদস্যরা ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে একই বিছানায় থাকা ছোট বোন ঘুম থেকে উঠে বড় বোনকে দেখতে না পেয়ে পরিবারের লোকজনকে জানায়। এক পর্যায়ে তাকে খোঁজতে গিয়ে পাশের একটি পরিত্যক্ত কক্ষে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা।
পরে পুলিশে খবর দেয়া হলে থানার এসআই ইয়াছিন মুন্সি ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।
শান্তিবার্তা ডটকম/২০ আগস্ট ২০২০/সিভ