বিশে বিষের জ্বালা
এই রোদ, বৃষ্টি
বিপদের সৃষ্টি
অবিরাম বর্ষণে
হয়ে বন্যা,
তাই ভয় লাগছে
সাহসেরা ভাগছে
চারিদিকে মহামারি
মাগি ধন্যা!
বিশে বিষের জ্বালা
জীবন পুড়ে কালা
গরিবের কত আর
বলো সইবে,
পেট তবু মানে না
দুষগুণ জানে না
অভাব জোয়াল হায়
শুধু বইবে!
দয়া করো দয়াল
তব কাছে সয়াল
এছাড়া যে কারো কাছে
আমি চাই না,
তুমি মারো বাঁচাও
নাচি যদি নাচাও
তুমি ছাড়া কোনোখানে
কভু যাই না।
হাছননগর, সুনামগঞ্জ
১৬ জুলাই ২০২০
শান্তিবার্তা ডট কম/১৬ জুলাই ২০২০