এবার প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন।
এ নিয়ে দক্ষিণ সুনামগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৬ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬১ জন।
করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন ডা. জসিম উদ্দিন নিজেই। তিনি জানান, কিছুদিন ধরে হালকা জ্বর ও শরীর ব্যথায় ভুগছিলেন তিনি। ফলে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করে শাবির ল্যাবে পাঠালে রবিবার (১২ জুলাই) রাতে রিপোর্ট পজিটিভ আসে।
করোনায় আক্রান্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বর্তমানে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।
উল্লেখ্য, করোনাকালীন সংকটের শুরু থেকেই সম্মুখভাগে থেকে উপজেলা স্বাস্থ্য বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
শান্তিবার্তা ডট কম/১৩ জুলাই ২০২০