ডেস্ক নিউজঃ
সুনামগঞ্জে নতুন করে আরও ৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (৫ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। তিনি বলেন, নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, ছাতক উপজেলায় ৫ জন, দোয়ারাবাজার উপজেলায় ২ জন, জগন্নাথপুর উপজেলায় ২ জন, দিরাই উপজেলায় ৫ জন, জামালগঞ্জ উপজেলায় ২ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ২ জন।
শান্তিবার্তা ডট কম/৫ জুলাই ২০২০