গত ২০-০৬-২০২০ খ্রী.শনিবার বাংলাদেশ সময় রাত ১০ ঘটিকায় জনপ্রিয় অনলাইন নিউজ “জাউয়া বাজারের ডাক পরিবারের উদ্যোগে কবি ইমন শরীফ এর সভাপতিত্ব ও হেলাল উদ্দিন এর পরিচালনায় এক জরুরি অনলাইন লাইভ সভা অনুষ্ঠিত হয়।
এতে সকলের সম্মিলিত পরামর্শ ও সিদ্ধান্তে ১ম বারের মতো নিম্নোক্ত ব্যক্তিদের নিয়ে জাউয়া বাজারের ডাক’র পরিচালনা পর্ষদ গঠন করা হয়।
একনজরে জাউয়া বাজারের ডাক’র পরিচালনা পর্ষদ
প্রতিষ্ঠাতাঃ- কবি ইমন শরীফ
সম্পাদকমণ্ডলীর সভাপতি ও প্রকাশক
হেলাল উদ্দিন ( চীফ এডমিন)
সম্পাদকঃ- মোশাররফ হোসেন (এডিটর)
নির্বাহী সম্পাদকঃ- জুবায়ের আহমদ (এডিটর)
ব্যবস্থাপনা সম্পাদকঃ- নাসির উদ্দিন(এডিটর)
বার্তাসম্পাদক ও ডিজাইনারঃ- মিনহাজ মাহমুদ (এডিটর)
যোগাযোগঃ- (হেল্পলাইন) ০১৭১২ ৩০০৬০৩
শান্তিবার্তা ডট কম/২২ জুন ২০২০