বিশেষ প্রতিনিধিঃ
সিলেটে এক দিনে আরও ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৬১ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজের উপ পরিচালক ডা. হিমাশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার ওসামানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৬১ জনের রিপোর্ট পজিটিভ আসে।
ওসমানীর ল্যাবে নতুন শনাক্ত হওয়া ৬১ জনের মধ্যে সিলেট নগরী ও সদর উপজেলার ৪৮ জন। এছাড়া দক্ষিণ সুরমার ২ জন, ফেঞ্চুগঞ্জের ১ জন, কানাইঘাটের ১ জন, গোলাপগঞ্জের ১ জন ও কোম্পানিগঞ্জের ১ জন রয়েছেন।
এছাড়া সুনামগঞ্জের ছাতকের ৫ জন, হবিগঞ্জের বানিয়াচংয়ের ১ জন, মাধবপুরের ১ জন রয়েছেন শনাক্তের তালিকায়।
শান্তিবার্তা ডট কম/১৯ জুন ২০২০