দক্ষিণ সুনামগঞ্জ সংবাদদাতাঃ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বিভিন্ন গ্রামে করোনা দূূূূূূর্যোগকালীন সময়ে বর্ষার মধ্যেই নৌকাযোগে জিআর(মানবিক সহায়তা) চাল ও আলু বিতরণ করেছেন দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন।
শুক্রবার(১৯ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত ইউনিয়নের ৫,৬,৭ ও ৮ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে সরকারের বরাদ্দকৃত ৯ শত জন হতদরিদ্র, কর্মহীন পরিবারের মাঝে জিআরের চাল বিতরণের উদ্ধোধন করেন চেয়ারম্যান মনির উদ্দিন। পর্যাক্রমে অন্যান্য ওয়ার্ডের বিভিন্ন গ্রামের পরিবারের মাঝে বরাদ্দকৃত চাল ও আলু পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।
মানবিক সহায়তার বরাদ্দ নিজ গ্রামে বুরমপুরে পেয়ে তৈরুন ন্নেছা ও রাহান দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান। আমরিয়া গ্রামের গোলাফ ও হাজেরা বেগম বলেন এমন দূর্যোগকালিন সময়ে সরকারের বরাদ্দ চাল ও আলু নিজ বাড়িতে পেয়ে আমরা খুশি।
চাল ও আলু বিতরণের সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ফারুক আহমদ,আব্দুল হক,আবুল লেইছ প্রমুখ।
শান্তিবার্তা ডট কম/১৯ জুন ২০২০