স্টাফ রিপোর্টারঃ
মহামারি করোনাভাইরাসের সময়েও মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় না রাখার কারনে পথচারীদেরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সুনামগঞ্জ সদর উপজেলাধীন ওয়েজখালী ও আব্দুর জহুর সেতু এলাকাসহ সুনামগঞ্জ শহরের বিভিন্ন রাস্তায় গণপরিবহনে ও পথচারীদের মাস্ক পরার বিষয়ে সচেতনতামূলকা মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রাহুল চন্দ। এ কার্যক্রম পরিচলনাকালে আইন লঙ্ঘনকারীদের মধ্যে ১৪ জনকে ২হাজার ৩শ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ বলেন, জনস্বার্থে এধরণের মোবাইল কোর্ট চলমান থাকবে। সকলকে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিধি অনুসরণ ও মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা যাচ্ছে।