শান্তিবার্তা ডেস্কঃ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও কাবিলাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সভাপতি মাহবুবুল হক শাহীন।
তিনি এক বার্তায় জানান, রমজানের দীর্ঘ এক মাস পর খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। দেশের চলমান ক্রান্তিলগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মাঝে ভাগ করে নিতে হবে। ঈদুল ফিতরের ভ্রাতৃত্ববোধ শিক্ষা থেকে আমাদের অঙ্গিকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, নিষ্ঠা, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের ঐক্যবদ্ধ ভালোবাসায় পরিপূর্ণ সমাজ এবং দেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করা।’
তিনি আরো জানান, ‘সমস্ত বিশ্বে করোনা ভাইরাসের কারণে আগের মতো হয়তো ঈদের আনন্দ ভাগাভাগি করা যাবে না, তবু আমরা পরিস্থিতি অনুযায়ী নিজের আত্মীয়স্বজন ও প্রতিবেশির মাঝে ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে। আমাদের পাশে যারা অসহায়, দরিদ্র আছেন তাদের দায়িত্ব যদি ভিত্তশালীরা নেন তাহলে সকলেই ঈদের আনন্দ উপভোগ করতে পারবো।’
‘করোনা মহামারিতে এখন সারা বিশ্বের মানুষের মাঝে বিরাজ করছে নিরানন্দ ও আতঙ্ক। আমি আমার উপজেলাবাসীকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার জন্য অনুরোধ করবো। আর মহান স্রষ্টার কাছে প্রার্থনা করবো, রাব্বুল আল-আমিন যেনো এই অদৃশ্য আততায়ীর হাত থেকে আমাদের সবাইকে রক্ষা করেন।’
পবিত্র ঈদ উল ফিতরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রতিটি গৃহে প্রবাহিত হোক অনাবিল আনন্দের অমিয়ধারা এই কামনা করি। সবাইকে অগ্রিম ঈদ শুভেচ্ছা। ঈদ মোবারক।
শান্তিবার্তা ডট কম/২৪ মে ২০২০