শান্তিবার্তা ডেস্কঃ
দৈনিক আমার হবিগঞ্জের প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী সুশান্ত দাসগুপ্তকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় এক সাংসদের বিরুদ্ধে তার সম্পাদিত প্রতিবেদন প্রকাশের কারণে দায়ের এক মামলা বৃহস্পতিবার (২১ মে) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
হবিগঞ্জ সার্কেলের এএসপি রবিউল ইসলাম গ্রেপ্তারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের মামলায় সুশান্ত দাসগুপ্তকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বাদী হবিগঞ্জের প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জহির।
মামলার বাদী বলেন, সুশান্ত দাসগুপ্ত তার সম্পাদিত দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য আবু জাহির এমপির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার এবং ফেসবুকে প্রচার করে আসছেন। এতে মাননীয় সংসদ সদস্যের মানহানি হওয়ায় তার বিরুদ্ধে মামলা করা হয়।
শান্তিবার্তা ডট কম/২১ মে ২০২০