মৌলভীবাজার সংবাদদাতাঃ
মৌলভীবাজার একদিনে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১১ মে) রাত সাড়ে ৯ টার দিকে এ তথ্য নিশ্চিত করে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানান ঢাকার ল্যাব থেকে এই তথ্য জানানো হয়েছে।
তিনি জানান, আক্রান্তদের সকলেই সদর উপজেলার এবং শহরের বাসিন্দা। সবাইকে চিকিৎসার আওতায় আনা হচ্ছে। এরা সবাই পুরাতন রোগীদের স্বজন এবং চিকিৎসকের পরিবারের লোকজনও রয়েছেন।
এ নিয়ে মৌলভীবাজার জেলায় ৪৮ জনের করোনা সনাক্ত হলো। এরমধ্যে মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালের ১০ জন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী রয়েছেন।
শান্তিবার্তা ডট কম/১১ মে ২০২০