মৌলভীবাজার সংবাদদাতাঃ
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের এক ডাক্তারের শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ জনে।
রোববার (৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ফয়ছল জামান জানান, ঐ ডাক্তারকে হাসপাতাল থেকে নিজ বাসায় আইসোলেশনে চলে যান। এরপর থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর শরীর থেকে নমুনা নেওয়া হচ্ছে।
এর আগে তার বাসার গৃহকর্মীর স্বামীর শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। তার বাড়ি জেলার রাজনগরে। পরে ওই চিকিৎসক করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।
শান্তিবার্তা ডট কম/৪ মে ২০২০