দিরাই প্রতিনিধিঃ
দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নাচনি চন্ডিপুর গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বকুল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
জানা যায় শুক্রবার শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রামের রিয়াজ মেম্বার ও আব্দুল জলিলের লোকজনের মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষে বকুল মিয়া (২৫) পিতা আব্দুল ছত্তার নিহত হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।
শান্তিবার্তা ডট কম/১লা মে ২০২০