শান্তিবার্তা ডেস্ক::
দ্রুত লকডাউনের অবসান হলে করোনা ভাইরাসের সংক্রামণের বিস্তার ঘটাবে। ফলে অনেক মানুষের মৃত্যু ঘটবে। আবার সামাজিক বিচ্ছিন্নতা নিশ্চিত করার জন্য লকডাউন বেশি দিন অব্যাহত রাখলে দরিদ্র্য মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার কারণে মারা যেতে পারে। সমাজে হানাহনি সৃষ্টি হতে পারে। আজ রবিবার এক বিবৃতিতে এসব মন্তব্য করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন।
এই অবস্থায় সংকট উত্তরণে নীতি-নির্ধারকদের কাছে বেশ কয়েকটি দাবি উত্থাপন করেছে সংস্থাটি। দাবিগুলো হলো-
বিবৃতিতে আরও বলা হয়, আমাদের অপ্রতূল, দুর্নীতিগ্রস্থ ও অদক্ষভাবে পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি হঠাৎ বেকার হয়ে যাওয়া বিরাট জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। প্রসঙ্গত, ১০ টাকা দামে প্রদত্ত চাল, তা পাওয়া গেলেও, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়। আর খাদ্য নিরাপত্তাহীনতা ভয়াবহ সমাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। ‘হাঙ্গরি ম্যান ইজ এংগ্রি ম্যান,’ যারা সহজেই সহিংস হয়ে ওঠতে পারে এবং এদেরকে সহজে মন করা যাবে না। এরই মধ্যে আমরা ক্ষুধার্তকে কিছু কিছু জায়গায় প্রতিবাদী হয়ে ওঠতে দেখেছি। যেমন, নারায়নগঞ্জের ফতুল্লায় ত্রাণের দাবিতে মানুষ কয়েক দিন আগে চেয়ারম্যানের বাড়ি ঘেরাও কার হয়। সুজন বলছে, লকডাউন অব্যাহত থাকলে এবং খাদ্য নিরাপত্তাহীনতার সমাধান দ্রুত করা না গেলে এ ধরনের প্রতিবাদ-প্রতিরোধ ব্যাপক আকার ধারন করতে পারে। তাই করোনা ভাইরাসের কারণে বেকার হওয়া বিরাট জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তাহীনতা অবিলম্বে দূর করা জরুরি।
শান্তিবার্তা ডট কম/১২ এপ্রিল২০২০ সংবাদ বিজ্ঞপ্তি