প্রকৃতি থেকে আজ দূরে
গতরাতে আকাশে চাঁদ ছিল
বেলকনি দিয়ে তাকিয়েছিলাম
হোম কোয়ারেন্টাইনে থেকে।
কোভিড-১৯ এক অদৃশ্য মরণব্যধী
যতদূত বিশ্বলয়ে যাতে তাকে কেড়ে নিচ্ছে।
পৃথিবীতে এতো বায়ু তবুও ভেন্টিলেটরের
অভাবে প্রাণ যাচ্ছে। সংকট দেখা দিয়েছে
পিপিই, মাস্ক, গ্লাভস, সেনিটিাইজার।
দেশে দেড় কোটি খেটে খাওয়া মানুষ
ক্ষুধার তাড়নায় অস্থির প্রায়।
সবাই আকাশ পানে তাকায়
সৃষ্টিকর্তার এক অদৃশ শক্তিবলে
নিমিষেই শেষ হোক যমদূত ।
গ্রাম্য জীবনে সহজ সরল মানুষগুলো
লক ডাউন, সোসাল ডিসটেন্স
এই কঠিন শব্দের সাথে অপরিচিত।
দম বন্ধ হয়ে আসছে অবরুদ্ধ এই ধরনীতে
সবাই নির্বাক তাকিয়ে রই । এ কেমন ব্যাধী পৃথিবীর।
মুক্ত হাওয়ায় ঘুরে বেড়াতে মন চায়।
হে শক্তিমান এ টুকু অধিকার দাও তোমার এ ধরায়।
৮ এপ্রিল, ২০২০, সুনামগঞ্জ