সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ছয়হারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৃপ্তি দাশ নিজস্ব উদ্যোগে ও পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতায় উনার নিজ গ্রাম ছয়হারায় ১৩২টি অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আটা, ১ কেজি পিয়াজ, ১ লিটার তৈল,২ কেজি আলু ও ২ টি হাত ধোয়ার সাবান বিতরন করেন।
বিশেষ সহযোগিতায় ছিলেন ছয়হারা যুব সংগঠনের ছেলেরা।তারা নিজ দায়িত্বে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌছে দেয়।