শান্তিবার্তা ডেস্ক::
দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, তবে কারো মৃত্যু হয়নি। এনিয়ে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬১ জন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ অনলাইন প্রেস ব্রিফিং-এ এই তথ্য জানিয়েছেন। এখন পর্যন্ত করোনাভাইরাসে ছয়জন মারা গেছেন এবং ২৬ জন সুস্থ হয়েছেন। বর্তমানে দেশে করোনাআক্রান্তদের মধ্যে চিকিৎসাধীন আছেন ২৯ জন। যাদের মধ্যে ২২ জন রয়েছেন হাসপাতালে ও ৭ জন নিজেদের বাসায়।
২ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর জানায় আজ থেকে সারাদেশের বিভিন্ন হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার আওতা বাড়ানো হবে।